Surendranath Women`s - Latest News on Surendranath Women`s| Breaking News in Bengali on 24ghanta.com
সংঘর্ষের জেরে উত্তেজনা সুরেন্দ্রনাথ মহিলা কলেজে

সংঘর্ষের জেরে উত্তেজনা সুরেন্দ্রনাথ মহিলা কলেজে

Last Updated: Tuesday, March 13, 2012, 14:23

এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের মধ্য সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়াল সুরেন্দ্রনাথ মহিলা কলেজে। এসএফআইয়ের অভিযোগ, কলেজের ক্যান্টিনে বসে কথা বলছিলেন তাঁদের সমর্থকরা। সেখানে টিএমসিপি সমর্থকরা হাজির হলে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুপক্ষের মধ্যে।